পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, সোমবার রাতে মাদকদ্রব্য অভিযানে গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আফিল উদ্দীন গাজীর ছেলে এরশাদ গাজী(৪১), ও পুরাইকাটি গ্রামেে মজিদ মোড়লের ছেলে ফারুক হোসেন (৩৫)কে আটক করা হয়। তাদের নিকট থেকে ৫০ গ্রাম মাদক(গাঁজা) পাওয়া যায়। তাদের নামে থানায় মাদক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
