সমাজের আলো : যশোরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন চৌগাছা ব্লাড ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষে বক্তব্য প্রদান ও পুরষ্কার গ্রহন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আব্দুল্লাহ আল হারিচ। অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার আঁখি, যশোর জেলা শাখার সভাপতি মোঃ গোলাম রাব্বি, সিনিয়র সদস্য তানভীর হাসান। আরো উপস্থিতি ছিলেন মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি চৌগাছা শাখার স্মানয়ক মোঃ আশরাফুল ও সদস্য ইসান দত্ত প্রমুখ।
