রনি হোসেন, কেশবপুর : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মধুসূদন একাডেমির আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সার্ধশত মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন স্মরণ সমাবেশ ৪ আগস্ট দিনব্যাপী মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় মধুসূদন স্মরণ সমাবেশ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত গবেষক ও কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, কলকাতার রবীন্দ্রভারতী বিম্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. কানাই সেন, খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. আবুল ফজল, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহম্মেদ এবং প্রাবন্ধিক ও গবেষক বিভূতিভূষণ মন্ডল।
অনুষ্ঠানে ভারতের খ্যাতিনামা কথাসাহিত্যিক সমীর দাসকে মধুসূদন একাডেমি পুরস্কার, কলকাতার প্রাক্তন অধ্যাপক ও গবেষক ড. কানাই সেন এবং কলকাতার লেখক ও প্রকাশক মারুফ হোসেনকে মধুসূদন একাডেমি সম্মাননা প্রদান করা হয়।
