রনি হোসেন, কেশবপুর : কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রতিষ্ঠানিক ১৫টি জলাশয়ে ৪ শত ৩৭ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, সাবেক সহকারী মৎস্য অফিসার এম আলমগীর কবীর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান আমজাদ হোসেন, চেয়ারম্যান জসীম উদ্দীন প্রমুখ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *