সমাজের আলো : যুদ্ধাপরাধী মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাদের নিজেো বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার (৮৩),ও সুরত আলী কাজী (৭৬)া তাদের দুজনের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার তারানি পুর গ্রামে।
শ্যামনগর থানা আর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর মামলা রয়েছে। দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুইজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
