রনি হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উপলক্ষে ০৮ সেপ্টেম্বর সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, অধ্যাপক এনায়েত হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক এম এ রহমান, সাংবাদিক শামীম আখতার মুকুল, শিক্ষার্থী শেখ সাদনান সাকিব, অভিজিৎ ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়।
