পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : পাইকগাছার দক্ষিণ সলুয়া দলিত সংস্থার উদ্যোগে কিশোরী ও যুব নারীদের স্বাস্থ্য সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সংস্থার আয়োজনে মাহমুদকাটি বিশ্বাসপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক বাসুদেব রায়। প্রধান অতিথি ছিলেন অবসর প্রাপ্ত অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পাইকগাছা কলেজের প্রভাষক স্বপন কান্তি ঘোষ, পিডিএস এর সম্পাদক শিবু পদ দাশ, সমাজ সেবক প্রদীপ দত্ত, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আকবর আলী, ইউপি সদস্য শংকর বিশ্বাস, জয়ন্তী রানী বিশ্বাস, নারদ বিশ্বাস, অনুষ্ঠান সঞ্চালনা করেন পিডিএস এর প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ দাশ। উক্ত স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠকটিতে মাহমুদকাটি বিশ্বাস পাড়ার ১৫ জন পিছিয়ে পড়া নারী অংশগ্রহণ করেন। এ সময় তাদের উদ্দেশ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা: শাকিল আফরোজা। বৈঠক শেষে উপস্থিত অংশগ্রহণকারী ১৫ জন নারীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *