সমাজের আলো : সাতক্ষীরায় ৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক স্থানীয় নেতৃত্বে জলবায়ু অভিযোজন শিক্ষা সফরের আসেন। তারা সাতক্ষীরা সদরের তুজলপুরের কৃষি জাদুঘর ও গাছের পাঠশালা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন
সোমালিয়া থেকে সিয়াদ ও আইদারুস, কেনিয়ার জিমি, ব্রাজিল ও সুইডেনের প্রিসিলা, বলিভিয়া থেকে এরিয়েল, শ্রীলঙ্কা থেকে সুমি, ডায়াকোনিয়া,বারসিকের পরিচালক সুকান্ত মজুমদার, নির্বাহী পরিচালক পাফেল পার্থ।পরে
বাংলাদেশ দল এবং বারসিক দল আমরা শ্যামনগরে যান।
