শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের হাইস্কুল সড়ক দীর্ঘ প্রতীক্ষার পর নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার পাটকেলঘাটা বাজারে শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় তালা উপজেলার সরুলিয়া ইউপির পাটকেলঘাটা হাইস্কুল রোড বটতলা থেকে অপূর্ব হোটেল অভিমুখে সাতক্ষীরা ১তালা কলারোরা আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ হাইস্কুল রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।রাস্তাটির কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের৷ মহিলা ভাইস-চেয়ারম্যান,এল জিডি উপজেলা প্রকৌশলী, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ, উপ-সহকারী প্রকৌশলী, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই,উপজেলা আওয়ামিলীগ সদস্য মনজুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,সরুলিয়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পদক বিশ্বাস আতিয়ার, আব্দুর রব পলাশ, সাংবাদিক মুজিবুর রহমান, আব্দুল জব্বার, শাহীন বিশ্বাস সহ ও স্থানীয় জনগণ।
এরপর সংসদ সদস্য খুলনা বাগেরহাট সাতক্ষীরা প্রকল্পের আওতায়( KBS-RIDP) ইসলামকাটি ইউনিয়নের পরানপুর ইসরাইল হাউজ থেকে সুজনশাহা বাজার এবং সুজনশাহা বাজার থেকে পরানপুর শশ্মানঘাট অভিমূখে দুটি সড়কের শুভ উদ্বোধন করেন। তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরএলজিইডি
থেকে বাস্তবায়াধীন। এই সড়ক(প্রায় দুই কিলোমিটার ঢালাই রাস্তাসহ পাটকেলঘাটা বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘব সহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছাবে।তাছাড়া অত্র এলাকার মানুষের ব্যবসায়িক প্রসার সহ কৃষিজাত পণ্য অতি সহজেই বাজারজাত করতে পারবে।জনসাধারন কে অবহিত করে, তিনি আরো বলেন, পাটকেলঘাটা হাইস্কুল রোডের ঢালাই কাজ চলাকালে কাজের গুনগুতমান বজায় রাখার স্বার্থে বাজারে প্রবেশ করার বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *