পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)-র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।এসময় এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন,আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্মীয় অনুশাসন মেনে এবং সকাল ধর্মকে সম্মান করে উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন,পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সমীরণ সাধু,সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা ভাইসচেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,পূজা পরিষদের নেতা প্রাণ কৃষ্ণ দাস, মুরারী মোহন সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল,সাধারণ সম্পাদক জগদীশ রায়, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, জিয়াদুল ইসলাম জিয়া,শাহজাদা মোঃ আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু,মৃত্যুঞ্জয় সরদার, সন্তোষ কুমার সরদার সাংবাদিক বি.সরকার, স্নেহেন্দু বিকাশ মন্ডল, প্রমুখ। উল্লেখ্য এবছর উপজেলায় ১৫৫ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
