সমাজের আলো : তালায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায় ও ২য় পর্যায়)-এর আওতায় পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ারাধার (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ অক্টোবর) সকালে পাখিমারা বিলের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জালালপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম মুক্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলের কপোতাক্ষ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমাস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ২৮৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গত ২০১১-১২ অর্থ বছরে পাখিমারা বিলের চারিপাশে ১২,৮৭ কি. মি. পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ শুরু করে এবং ২০১৩-১৪ অর্থ বছরে তা শেষ করে। ভূমি অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদানের আশ^াস দিয়ে ২০১১ সালের পরিবর্তে ২০১৫ সালে টিআরএম প্রকল্প চালু করে। ১ম পর্যায় প্রকল্পে ৬ বছর টিআরএম চলাকালীন সময়ে পাখিমারা বিলের জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ পাওয়ার কথা ছিল ৪০,০১,৪৬,৯১২ টাকা। সেখানে আমরা ফসলের ক্ষতিপূরণ বাবদ ১ম বছরে ৫,৭৫,৬৫,৯৩৯.২৮ টাকা (৮৬.৩১%) এবং ২য় বছরে পাওয়া গেছে ৪,৩৭,০৬,৮২৪.৭২ টাকা (৬৫.৫৩%) অর্থাৎ মোট ১০,১২,৭২,৭৬৪ টাকা। প্রথম ২ বছরের বকেয়া টাকাসহ পরবর্তী ৪ বছরের মোট ২৯,৮৮,৭৪,১৪৮ টাকা আমরা এখনো বুঝে পাইনি। এছাড়া ক্ষতিপুরণের টাকা উত্তোলনের জন্য সরকারের শর্তানুযায়ী এস,এ খতিয়ানের পর্চা, নামপত্তন, ক্রয়ের দলিল, পিঠ দলিল, হাল জরীপের পর্চা, খাজনা প্রদানের হাল দাখিলা, প্রাপ্য জমির হিসাব বিবরণী, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ১২ রকমের কাগজ জেলা প্রশাসকের এল এ শাখায় জমা দিতে হয়। এসকল শর্ত পূরণ করা সাপেক্ষে যাদের প্রথম বছরের টাকা ছাড় করা হয়েছে তাদের অনেকে অজানা কারণে ২য় বছর টাকা উত্তোলন করতে পারেনি। অধিকাংশ কৃষকদের প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকা সত্ত্বেও পরবর্তী ৪ বছর (২০১৭-১৮ থেকে ২০২০-২১) তারা ক্ষতিপূরণের টাকা পায়নি এবং তাদের জমিতে ফসলও ফলানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ক্ষতিপূরণের টাকা বাকি থাকা অবস্থায় ২য় প্রকল্পে জন্য বরাদ্দ হয় প্রায় ৫৩১ কোটি ৭ লাখ টাকা। অথচ ২০১৩ সাল হতে অদ্যাবধি ১০ বছর পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে বাকী অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা অত্যন্ত দুরাবস্থায় আছি।নিজেদের জমি থাকা সত্বেও ক্ষতিপূরণ না পাওয়ার ফলে আমরা জমির মালিকরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। আমাদের অনেকের ১৫-২০ বিঘা জমি থাকলেও অর্থের অভাবে গভীর সমুদ্রে জীবনবাজি রেখে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। মানুষের ক্ষেতে কামলা দিতে হচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। জীবিকার তাগিদে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আমাদের জন্য টাকা বরাদ্দ করেছে। একনেকে পাশ হয়েছে। কিন্তু এসব শুধু স্বপ্নে দেখার মতো। আমরা কোন ক্ষতি পূরণ পাচ্ছি না। সেই জন্য আমরা এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মিলে গণস্বাক্ষর দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেছি। কিন্তু এখনও পর্যন্ত কোন সমাধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তারা সমগ্র এলকার মানুষের অবর্ননীয় দুঃখ-কষ্টের কথা বিবেচনা করে এলাকার জলাবদ্ধ সমস্যা নিরসনের প্রত্যাশায় পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নে সম্মত হলেও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। এজন্য যাতে তারা ১ম পর্যায় প্রকল্পের বকেয়া ক্ষতিপূরণের টাকা এবং চলমান ২য় পর্যায় প্রকল্পের ক্ষতিপূরণের টাকা অগ্রাধিকার ভিত্তিতে সহজ উপায়ে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানসহ পাখিমারা টিআরএম বিল অধিবাসীদের পক্ষে মোঃ আকবর হোসেন, মোঃ বাবলু সানা, মোঃ ছবেদ সরদার, মোঃ কামরুল সানা, দিলীপ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *