সমাজের আলো : আজ শনিবার বেলা ১২টায় ব্রক্ষরাজপুর বাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী কুপা মাসুদ কে গ্রেফতার করে পুলিশ, তার নামে ১৫ টি নাশকতা মামলা, ছাত্রলীগ নেতা মামুন হত্যা সহ ২টি মাডার মামলা, ১০ টি হত্যা চেষ্টা মামলা এবং একাধিক চাঁদা বাজির মামলা সহ মোট ৩০টি মামলার আসামি এই কুপা মাসুদ, প্রায় ৫ বছর ভারতে পালিয়ে থাকার পর ২০২০ সালে দেশে ফিরে আশে এই কুপা মাসুদ, দেশে ফিরে গড়ে তোলে কিশোর গ্যাং, যার গ্যাংয়ের সদস্য সংখ্যা ১০০ অধিক, কুপা মাসুদ গ্রেফতার হলেও তার গ্যাংয়ের সক্রিয় সদস্যরা ধরা ছোয়ার বাইরে, কুপা মাসুদ তার গ্যাং দিয়ে জমি দখল, চাঁদা বাজি, সন্ত্রাস, এমন কি ধর্ষণ এর মত ঘৃনিত কাজ এই কুপা মাসুদ করে থাকে, সে এই গ্যাং দিয়ে মাদোকের সম্রাজ্য গড়ে তুলেছে, কিন্তু ভয়ে তাদের বিরুদ্ধে মামলা কোরতে সাহস করে না, বছরের পর বছর চাঁদা বাজি, জমি দখল, সিন্তাই করার পরেও, কোন এক অদৃশ্য কারনে পুলিশ তাকে গ্রেফতার করে না, শোনাযায় পুলিশকে নাকি সে কিনে রাখে, এস পি সাহেব নাকি তাকে প্রটেকশান দেয়, এলাকার লোকদের থেকে জানাযায়, তার অত্যাচার থেকে আওয়ামীলিগের নেতারাও রেহাই পাচ্ছে না, তার ক্ষমতার উৎস কোথায়, ব্রক্ষরাজপুরের চেয়ারম্যান সহ ৩০ জন এসপি সাহের কাছে অভিযোগ দিলেও, কুপা মাসুদের কোন ব্যবস্তা গ্রহন করা হয়নি, এই কুপা মাসুদ ভিখ্যুকের ছেলে হয়েও এই ক্রাইমের সম্রাট হয়ে এখন ৫ লক্ষাধিক টাকার বাইক চালায়, তার মাদকে আক্রীষ্ট হয়ে শত শত পরি ধংশ্য হয়ে গেছে, এলাকা বাশি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে, সেই সাথে তার সহোযোগীদের গ্রেফতার দাবি করে, যাতে পুলিশে নাম ভাঙ্গিয়ে কোন অপরাধ না কোরতে পারে সেই ব্যবস্তা গ্রহনের দাবি করছে।
