সমাজের আলো : সাতক্ষীরার প্রথম সংবাদপত্র ‘দৈনিক কাফেলা’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা টুডে’র বার্তা সম্পাদক মোমিনুর রহমান সবুজের পিতা মোজাম্মেল হকের ২য় মৃত্যুবার্ষিকী আজ। মরহুম মোজাম্মেল হক পেশায় ছিলেন ট্রাক চালক। ২০২১ সালের ১২ই ডিসেম্বর রবিবার এই দিন দুপুরে নিজ এলাকা সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ট্রাক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বিকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ্যে যশোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন পরিবার।

