সমাজের আলো: সামনের কাতারের যোদ্ধা ২৯ জন পুলিশ সদস্য জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন।সামাজিক দূরত্বর্টা বজায় রাখা , আকান্তেদের বাড়ি লকডাউন ও জানাযা নামাজ ও দাফোনের অংশগ্রহণ করে বেশিরভাগ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত পুলিশ সদস্যরা সকলে আইসলোশনে রয়েছেন।তাদেরকে আলাদা আলাদাভাবে চিকিৎসা চলছে ।সদর, কলারোয়া, তালা ও দেবহাটা থানার পুলিশ সদস্যসহ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছেন।
জেলা পুলিশের একটি দায়িত্বশীল পুলিশ ইন্সপেক্টর ২৯ জন পুলিশ সদস্য আকান্তের ঘটনাটি নিশ্চিত করেছেন
