হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক এর কান্ডারী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক ভালোবাসায় সিক্ত হলেন। তিনি নির্বাচনী এলাকায় ফিরে মোড়ে মোড়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফিরলে দেবহাটা উপজেলার বহেরা, কুলিয়া, সেকেন্দ্রা, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, টাউনশ্রীপুর, নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন- সম্পাদক আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, সিনিঃ সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে, সাতক্ষীরা -৩ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক নিজ নির্বাচনী এলাকায় ফিরে পথসভায় সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে নৌকায় ভোট কামনা করেন। সেই সাথে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *