সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ফিরিয়ে নেওয়া হয়েছে। ২ জানুয়ারি এক সাথে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সকল বিদ্যালয় থেকে বই ফেরত নেওয়া হয়।
সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি জানান, সাতক্ষীরা সদরের সকল সরকারি ও বে সরকারি তৃতীয় শ্রেনীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছাত্র ছাত্রীদের নিকট থেকে ফেরত নেওয়া হয়েছে। বইতে কিছু সমস্যা আছে। সমস্যা সমাধান করে বই আবার দেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইসায়মিন করিমী বলেন , জেলার ১০৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া হচ্ছে।
জেলায় ১০ লাখের বেশী প্রাথমিক শিক্ষার্থী রয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন।
