যশোর অফিস : বিএনপির ডাকে ডামি নির্বাচন বজর্ন ও অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ৪৮ ঘন্টার হরতাল। শনিবার সকাল ৬ টা থেকে শুরু হয়ে হরতাল চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত। এদিকে হরতালের সমর্থনে যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। জেলা যুবদলের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি যশোর শহরে মিছিল করেন। এছাড়া অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে হরতালের সমর্থনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে হরতালের সমর্থনে মশাল মিছিল করে। যশোর নগর হরতালের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে মশাল মিছিল করে। যশোর- বেনাপোল মহাসড়কে সদর উপজেলা বিএনপি, যশোর-খুলনা মহাসড়কে জেলা ছাত্রদল, যশোর-নড়াইল সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করে।
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু’র নেতৃত্বে উপজেলা সদরে ও শার্শা উপজেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে নাভারণ বাজারে দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মশাল মিছিল করে। এদিকে চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ সালাম ও মাসুদুল হাসানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশাপোল ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপ্রত্র বিলি করেন। চৌগাছা উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল হরতালের সমর্থনে মশাল মিছিল করে। মনিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে হরতালের সমর্থনে মশাল মিছিল করে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপি মুড়লী পূর্ব পাড়ায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
খুলনা মহানগের জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন হরতালের সমর্থনে মশাল মিছিল করে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরের হাট চাঁদনীর সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডস্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন জেলা সদরে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন উপজেলা সদরে পৃথকভাবে মশাল মিছিল করে। কুষ্টিয়া – চুয়াডাঙ্গা মহাসড়কের বল্লভপুর মোড় এলাকায় কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল। এছাড়া নড়াইল সদর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করে।
উল্লেখ্য বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। এরপর থেকে বেশ কয়েক দফায় দেশজুড়ে অবরোধ ও হরতালের কর্মসূচিও পালন করেছে দলটি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে হরতাল-অবরোধ করে আসছে। গত কিছুদিন ধরে বিএনপিসহ বিরোধী দলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করে আসছে।

