হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক অভিযানে ১২’শ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত রাত সাড়ে ১১ টায় উপজেলার নলতা হাইস্কুল মাঠে ট্রাকেভর্তির সময়ে

অভিযানে ট্রাকসহ ৩’শ কেজি অপরিপক্ক আম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। কেমিক্যাল মেশানো আম বহনকারী মেসার্স সাদ্দাম ইন্টারপ্রাইজ এর ট্রাক জব্দ করা হয়, যার নম্বর ঢাকা মেট্রো ট -১৪ ৮৬৭৭। তবে স্থানীয় ফড়িয়া কিংবা আম ব্যবসায়ীদের নাম ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি। জব্দকারী আম বুধবার (১ মে) বেলা ১১ টায় উপজেলার ক্যাম্পাসে বিনষ্ট করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১০ টায় উপজেলার চাম্পাফুলে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করেণ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। এ সময়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এমনিভাবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *