তালা প্রতিনিধি: তালায় তালাকপ্রাপ্ত স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ এক সরকারী কর্মকর্তা। নিরুপায় হয়ে তিনি প্রাক্তন স্ত্রীর রোষানল থেকে রক্ষা পেতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন।
আবেদনপত্রে উপজেলার শিবপুর গ্রামের মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছেলে তালা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শেখ আবু জাফর জানান, বিগত ১২/৪/১৯৮৬ ইং তারিখে তালা থানার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের মৃত শের আলীর কন্যা শাহানাজ নারগিছ পারভীনের সাথে তার বিবাহ হয়। সংসারের টাকা পয়সা চুরি, স্বেচ্ছাসারিতা, স্ত্রীর নামে ক্রয়কৃত বাস্তভিটার জমি গোপনে তার ভাইদের নামে দানপত্র করে দেয়া, শারিরীক অযোগ্য বলে ঘন ঘন তালাক চাওয়া, স্বামীকে মারপিট, সন্ত্রাসী ভাইদের দ¦ারা জমিজমা জোর দখল করার পায়তারা চালানো হয়। এ সকল ঘটনায় বিগত ০৩/১০/২০০৬ ইং তারিখে আমি যথাযথ আইনি প্রক্রিয়ায় ম্যারেজ রেজিষ্ট্রার ও এফিডেভিটের মাধ্যমে নারগিছ পারভীনকে তালাক প্রদান করে স্বামী-স্ত্রী সম্পর্ক ছিন্ন করেন।
পোস্ট অফিস ও স্থানীয় জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাধ্যমে তালাক প্রাপ্তির পর নারগিছ পারভীন তার সন্ত্রাসী ভাই বিপ্লব বাহিনীর প্রধান বিপ্লব কবীর (পরে পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত) এবং আরেক ভাই জাহাঙ্গীর আলম তাদের দলের অন্যান্য ১০/১২ লোকজন নিয়ে বেআইনি অস্ত্রসহ জোরপুর্বক আবু জাফরের বাড়িতে উঠে বসে এবং তা দখলে রাখে। এ সময় নিরীহ আবু জাফরকে মারপিটসহ হত্যার চেষ্টা করায় দুটি কন্যাসহ পাটকেলঘাটায় বাসা ভাড়া করে থাকেন। এক পর্যায়ে স্থানীয় প্রতিবেশিদের সহযোগিতায় প্রাণে রক্ষা পেয়ে নিরুপায় হয়ে প্রাণভয়ে ২টি কন্যা সন্তান নিয়ে ২০০৬ সালের অক্টোবর মাস থেকে ২০০৮ সাল পর্যন্ত পাটকেলঘাটায় বাসা ভাড়া করে থাকেন। পরে বদলী জনিত কারণে বিভিন্ন দুরবর্তী স্থানে চাকুরি ও অবস্থান করেন তিনি।
ভুক্তভোগি আবু জাফর জানান, উক্ত নারগিছ পারভিন বর্তমানে তার বৈধ কোন স্ত্রী নয়। তার ভাই বিপ্লব বাহিনী কে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়ার পর আমি ২০১৮ সালে অত্র থানার সদর ইউনিয়নের মাঝিয়াড়া মৌজার ৫৩৯, ৯৩১ খতিয়ানের ১৭৮২,১৭৮৩ ও আংশিক ১৭৮৬ দাগে আমার নিজ নামীয় ও দখলীও জমিতে ব্যাংক লোনের সহযোগিতায় আমি নিজে বসবাসের জন্য নতুন করে একটি বাড়ী নির্মাণ করেছি। আমি বাড়িতে না থাকার সুযোগে উক্ত নারগিছ পারভীন তার ভাই দোহার গ্রামের জাহাঙ্গীর গংদের সহয়োগিতায় ২০১৮ সালের জুলাই মাসে আমার নতুন নির্মিত বাড়ির গেটের তালা ভেঙ্গে বাড়িটি দখল করে নেয় এবং বাড়িতে রক্ষিত মালামাল তছরুপ করে। এসময় তারা আমার বসত ঘরের তালা ভেঙ্গে পরিবারের পুর্বপুরূষদের আমল থেকে বর্তমান পর্যন্ত সকল জমিজমার মূল কাগজপত্রাদি লুট করে নেয়। বাড়ি ফিরে মেয়েদের নিরব থাকতে দেখে আমি নিজেকে সামলিয়ে বাড়ি থেকে চলে গিয়েছি এবং বর্তমানেও পাটকেলঘাটাতে অবস্থান করে থাকি।
ছোট মেয়ের অনুরোধে অফিস থেকে ফেরার পথে মাঝে মধ্যে মেয়ের সাথে দেখা করতে বাড়ির ভিতরে গেলে উক্ত নারগিছ পারভীন আমাকে দেখতে পেলে গালিগালাজ করে ও তেড়ে মারতে আসে। ২০২০ সালের জানুয়ারি মাসে উক্ত নারগিছ পারভিন ও তার ভাই আমাকে প্রাণে মার




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *