হাফিজুর রহমান শিমুলঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ সহ তৃতীয় বার উপজেলা ও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ মে-২৪) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের জহুরুল হক অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম। বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম, সিনিঃ শিক্ষক রবিন লস্কর, উঃ ভাড়াশিমলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, ভাড়াশিমলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, শিক্ষার্থী পূজা রানী, ইয়াছির আরাফাত, প্রমিতা কর্মকার ও লকনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক শেখ আব্দুল করিম মামুন হাসান ও ফজলুল হকসহ অভিভাবক, শিক্ষক, সূধী ও শিক্ষার্থীবৃন্দ। এসময়ে প্রধান শিক্ষক গাজী মিজানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সন্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি জেলার আরেকজন শ্রেষ্ঠত্ব অর্জন কারী সেরা অধ্যক্ষ তোফায়েল আহমেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *