সমাজের আলোঃ  আশাশুনি শ্রীউলায় বিগত ২০ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান শ্রীউলার মানুষের জন্য যেনো কাল হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিশ্বব্যাপী মহামারি নোভেল করোনা ভাইরাস, অন্য দিকে ঘূর্ণিঝড় আম্ফানে নদী ভাঙনে লন্ডভন্ড পুরা শ্রীউলা ইউনিয়ন। গত ২০ মে রাতে ঘূর্ণিঝড় আম্ফানে থানাঘাটা, বিল থানাঘাটা, মাড়িয়ালা পাড়ুয়ি পাড়া,হাজরাখালি খেয়াঘাট, হাজরাখালি পুরাতোন খেয়াঘাট, প্রতাপনগর ইউনিয়ন কোলা,হিজলিয়া বেশ কয়েকটি পয়েন্ট ভেঙে মুহূর্তের মধ্যে মৎস্য ঘের, ফসলাদি, বসতবাড়ি ভেসে গিয়ে সর্বশান্ত করে দিয়েছে। খেয়ে পরে বেঁচে থাকার শেষ সম্বলটুকু ও হারিয়ে ফেলেছে তারা। স্ত্রী, কন্যা, বয়স্ক, শিশু নিয়ে জীবন কাটাতে হচ্ছে আশ্রয়কেন্দ্র, রাস্তার উপর তাবু টানিয়ে। এমনকি পানির উপর বাঁশ তক্তা বেঁধে মাচান তৈরি করে তার উপর বসবাস করছেন অনেকেই। ময়লা আবর্জনা, পঁচা মাছ, দুর্গন্ধ পানি পঁচে গিয়ে দেখা দিচ্ছে নানা রকম রোগ বালাই। আম্পানের ৬৯দিন অতিবাহিত হয়ে গেলেও ভুক্তভোগী অসহায় মানুষ পায়নি কোনো স্থায়ী সমাধান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অাবু হেনা সাকিল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নাকতাড়া বাজারে পরামর্শ করে সেচ্ছাশ্রম ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়ে রিংবাঁধ দিয়ে সবগুলো পয়েন্ট আটকালেও হাজরাখালি খেয়াঘাটটি আটকানো সম্ভব হয় নাই পূর্ণিমার জোয়ারে সকল পরিশ্রম ব্যর্থ করে দিয়ে পুনরায় ভয়াবহ রুপ নেয় শ্রীউলা । সরকারের উর্ধতন কর্মকর্তারা এসে একের পর এক পরামর্শ করে চলেছেন শ্রীউলাবাসী যাতে একটি টেকসই বেড়িবাঁধ পায়। মাননীয় প্রধানমন্ত্রী হাজরাখালি খেয়াঘাট ভেড়ী বাঁধটি বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব দিয়েছেন।কিন্তুু বাঁধের কাজ বর্তমানে বন্ধ রাখা হয়েছে এভাবে যদি কাজ বন্ধ থাকে তাহলে আগামী জোয়ারে মাড়িয়ালা থেকে ভাঙ্গতে ভাঙ্গতে পুইজালা পযর্ন্ত চলে যাবে বলে স্হানীয় সাধারন মানুষ এমনটা বলেছে। জানা গেছে, কোলা হিজলিয়াতে পানি উন্নয়ন বোর্ড কাজ করার কথা থাকলেও তাদের কাজের ধীরগতি হতাশ করে তুলেছে সবাইকে। সব থেকে ঘনবসতি এলাকা মাড়িয়ালা গ্রামের এখানে বাঁধ আটকাতে না পারায় ৮টি ওয়ার্ডে প্লাবিত হয়ে চলেছে।এখানে সর্বস্তরে মানুষের মুখে একটায় কথা অামরা ত্রান চাই না আমাদের প্রানের দাবি ‘টেকসই বেড়িবাঁধ চাই’। এলাকায় বাঁধ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে আমার পুরা ইউনিয়ন প্লাবিত হওয়ায় আমার ইউনিয়নের জনগণ মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী এবং পানি উন্নয়নে বোর্ডের সহযোগিতা নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি পানি বন্ধ করার জন্য। কিন্তুু প্রতিনিয়ত ভাঙন বেড়ে যাওয়ার কারণে ভাঙন আটকানো সম্ভব হয়ে উঠেনি। আমি বার বার সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছি যাতে যত দ্রুত সম্ভাব শ্রীউলা থেকে পানি মুক্ত করা যায়। তিনি সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ আশা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *