সমাজের আলোঃ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের জামায়াতের সক্রীয়কর্মী আব্দুর রহমানের ছেলে মুস্তাকিম আল মামুন নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পরিচয় দিয়ে এলাকার অসহায় নিরীহ লোকজনকে টার্গেট করে হুমকি ও চাদাবাজি করে চলেছে বলে অভিযোগ উঠেছে। তার বড় চাচা আব্দুর রশিদ একজন ইউনিয়ন জামায়াতের সভাপতি। ২০১৩ সালে জামায়াত বিএনপির তান্ডব ভোলার মত নয়। সাতক্ষীরাকে মিনি পাকিস্তানে পরিনত করেছিল জামায়াত, বিএনপি’র ক্যাডাররা। সেই সময়ে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল মোড়ে জামায়াত, শিবির ক্যাডারদের হামলার শিকার হন ততকালীন পাটকেলঘাটা থানার (ওসি) আকতারুজ্জামান। ওই সময় ওসিকে হামলা, গাছকাটাসহ ৫/৬ টি মামলার আসামী আব্দুর রশিদ ও আব্দুর রহমান। সেই পরিবারের পুত্র মুস্তাকিম আল মামুন ছাত্রলীগ পরিচয়ে ও এলাকার এক দালালের ছত্রছায়ায় বিভিন্ন ভাবে এলাকার নিরীহ, অসহায় মানুষকে হয়রানি করে যাচ্ছে।
কয়েকদিন পূর্বে নগরঘাটা ঋষিপাড়া এলাকার প্রতাপ দাস নামের এক গরীব ছাত্রকে হুমকি দিয়ে চাদা দাবি করে। তাকে বলা হয় তোমার নামে কোচিং বানিজ্য করানোসহ ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ আছে। এই মুহুর্তে টাকা না দিলে তোমার অবস্থা খুব খারাপ করে দেব। দু-পাচ কেজি গাজাও যদি আমার কাছে থাকে তবুও পুলিশ আমার কিছু করার ক্ষমতা রাখেনা। কারণ আমি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি৷ এলাকার উঠতি বয়সি কিশোর ও যুবকদের নিয়ে নেশাদ্রব্য সিগারেট, ডেন্টালাইট আটা খাওয়ার অভিযোগও করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। সেই সাথে চুরি করা মোবাইল বিক্রয়ের বিষয়টি এলাকায় অনেকেরই জানা। পাশাপাশি নিজেকে হ্যাকার বলে দাবি করে। সে বিভিন্ন সময়ে এলাকার মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডি হ্যাক করে সেই আইডির মালিককে সমাজের কাছে ম্মানক্ষুন্য ও বিকৃত মানসিকতার ব্যক্তি হিসাবে প্রকাশ করে থাকে।
এবিষয়ে জানতে চাইলে প্রতাপ দাস এই প্রতিবেদককে বলেন, দাদা আমরা গরীব, অসহায়, ঋষি সম্প্রদায়ের মানুষ। আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল বলে অনেক কষ্ট করে নিজের লেখা পড়ার সকল খরচ টিউশনি করে চালায়। হুমকির কথা আমার পরিবার জানতে পেরে আমাকে লেখাপড়া বন্ধ করে দিতে বলেছিল মা-বাবা। বর্তমানে আমি খুলনা বি এল কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। অনেক কষ্টে তাদের বুঝিয়ে আমার লেখা পড়া চালিয়ে যাচ্ছি।
ছাত্রলীগের সাবেক সভাপতি পরিচয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মোঃ নাঈম জানায় সে জামায়াত, শিবির পরিবারের সন্তান সে কিভাবে ছাত্রলীগের সভাপতি হল? যেটা প্রচার করছে সম্পুর্ণ মিথ্যা। কথাটি আমি ইতিপূর্বে শুনেছি। এব্যপারে আমরা যথাযত ব্যবস্থা গ্রহণ করবো। এবং কারা এই ধরণের অপপ্রচারের পিছে মদদ দিচ্ছে তাদের চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে আইনের আওয়তায় আনা হবে।

