সমাজের আলো :- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুজনের মৃত্যু হয়েছে ।গত রাতে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিয়ার ও তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা সাতক্ষীরা সদরের ধুলিয়ার গ্রামের শহিদুল ইসলাম ও তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে মিলন হোসেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহার গ্রামের শহিদুল ইসলাম গভীর রাতে বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। শহিদুল ইসলাম বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ জানান ,পাটকেলঘাটা ফুটবল মাঠ এলাকায় মিলন হোসেন একটি গ্যারেজের ভিতরে কাজ করছিলেন রাত বারোটার দিকে। হঠাৎ করেই তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
