সমাজের আলো: দুই ভাই ছাড়া লাশের পাশে কেউ আসলেন না।আপন কেউ দেখতে আসেননি।দুই ভাই লাশ নিয়ে দাহ করবে কি করে।গ্রামের মানুষ লাশ আনতে বাঁধা দিচেছ।পুরোহিত আসবে না।মঙ্গলবার সকালে সদরের ঝাউডাঙ্গা গ্রামের প্রতাপ রায় মারাগেছে মেডিকেলে। রাত পর্যন্ত চেষ্টা করেও লাশ নিয়ে আসতে পারনি।বাধ্য হয়ে মেডিকেলে রেখে বাড়িতে এসেছি। বিষয়টি জানার পর জেলা প্রশাসক ,সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের ডিডি কে জানানো হয়।জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ব্যাবস্থা গ্রহের নির্দেশ দেন।
পরে জানানো হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোন ব্যাবস্থা গ্রহন করা হয়নি।পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়েশা সিদ্দিকা ও স্বামীর নেতৃত্বে মেডিকেল থেকে লাশ নিয়ে আসা হয় ঝাউডাঙ্গায়।শ্মশানে তাকে গোসল দিয়ে দাহের কাজ শুরু করা হয়।
