সমাজের আলো :- র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা একাধিক মামলার আসামি ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে । আজ ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেফতারকৃত রেজাউল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের বাছতুল্লাহ মোড়লের ছেলে।
র্যাব সাতক্ষীরা সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানাগেছে ডাকাত সরদার রিয়াজুল ইসলাম দীর্ঘ দিন ধরে এলাকায় ডাকাতি ছিনতাই রাহাজানি করে আসছিল ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্্যব সদস্যরা গোপনে জানতে পারে ডাকাত সরদার রিয়াজুল ইসলাম খুলনা জেলার বটিয়া ঘাটা উপজেলার সুর খালি এলাকায় অবস্থান করছে ।ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালীএলাকায় অভিযোগ চালিয়ে ডাকাত রিয়াজুলকে গ্রেফতার করে।
সাতক্ষীরা তালা থানার ইনেসপেক্টর মমিনুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে। রিয়াজুল ইসলামের বিরুদ্ধে তালা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। আজ ভোরে খুলনা জেলার বটিয়াঘাটে উপজেলার সৌখালী এলাকা থেকে রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে
