সমাজের আলো।।  টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯০ রান রান করে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। রান তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান করেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ সাইফ হাসানের ২২। আর কেউ ২০ রানও করতে পারেননি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন রশিদ খান। ৩টি নেন আজমতউল্লাহ ওমরজাই। এ নিয়ে ওয়ানডেতে টানা পঞ্চম সিরিজ হারল বাংলাদেশ। শেষ ১১টি ওয়ানডের ১০টিতেই হার বাংলাদেশের।

তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানরা। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে আগামী ১৪ই অক্টোবর একই মাঠে নামবে বাংলাদেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *