কালিগঞ্জে জামায়াতে ইসলামের যুব বিভাগের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় নলতা ইউনিয়ন একাদশ বনাম মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী জামাল ফারুকের সঞ্চালনায় ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুর রউফ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।আলিমুজ্জামান রিফাত ও শামীম বাবু্র পরিচালনায় ফুটবল খেলাটি শুরু থেকেই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধে টানটান উত্তেজনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে মথুরেশপুর ইউনিয়ন একাদশ ৩/২ গোলে নলতা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
