সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় ট্রাইবেকারে ৩-২ গোলে
সাতক্ষীরা জেলা দলের জয়লাভ

নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলার প্রধান অতিথি হিসেবে তার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মুহা: জিল্লুর রহমান ও তৈয়েব হাসান বাবু প্রমুখ। তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম বরিশাল জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলায় ও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে ৩-২ গোলে বরিশালকে পরাজিত করে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল জয় লাভ করে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন ফরিদ আহমেদ, আনিছুর রহমান ও নুরুন্নবী। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। খেলা পরিচালনা করতে হিমশিম খেয়েছে আয়োজক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইবেকার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *