যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আজ সোমবার সকালে সদরের ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রাম জেলার রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তিনি একটি পরীক্ষার দেবে এই বলে রেলওয়ে পুলিশ সুপারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসেন। আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সোহাগ পরিবহনের একটি বাসে দণ্ডায়মান অবস্থায় রিমনের দেহ তল্লাশি করেদশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।#
