সমাজের আলো।। ব্যাটাররা লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন। বোলাররাও সেটা নিয়ে দুর্দান্ত লড়াই করলেন। কিন্তু বাঁধ সাধলেন ফিল্ডাররা। এক জোড়া সহজ ক্যাচ মিস আর অসংখ্য মিস ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুবর্ন সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। নারী বিশ্বকাপে বিশাখাপত্তনমের এসি-বিডিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে ২৩২ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। জবাবে শেষ ওভারে গিয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে টানা ৩ ম্যাচে হারলো নিগার সুলতানা জ্যোতির দল।
নিজেদের ২৩২ রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপর লরা ওলভারডাট ও আনেওরি ডার্কসেন মিলে জুটি গড়েন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড দ্রুত এগিয়ে যাচ্ছিল। তবে টানা দুই ওভারে দুজনকেই ফিরিয়ে খেলায় ফেরে বাংলাদেশ। ৮৫ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার হাল ধরেন মারিজান কাপ ও ট্রয়ন। ৫৬ রান করা কাপকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। এরপর ৬২ রান করে রান আউট হন ট্রয়ন। কিন্তু এরপরও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। উইনিং শট খেলা নাদিনী ডি ক্লার্কের ক্যাচ ফেলেন স্বর্ণা। এছাড়া প্রায় প্রতি বলেই ফিল্ডারদের হাতের মুখ থেকে সিঙ্গেল নিয়ে চাপ কমান প্রোটিয়া ব্যাটাররা।
এর আগে শুরুতে অতি রক্ষণশীল কৌশলে ইনিংস শুরু করেন বাংলাদেশের ব্যাটাররা। এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে প্রথমবার একাদশে ফেরা ফারজানা হক পিংকি ও রুবায়া হায়দার ঝিলিক মিলে ধৈর্য্যের সঙ্গে নতুন বলের সময়টা কাটিয়ে দেন। প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৮ রান। এরপর আস্তে আস্তে রানের গতি বাড়তে থাকে। ১৬তম ওভারে পূর্ণ হয় দলীয় ফিফটি। দলীয় ৫৩ রানে ঝিলিক আউট হলে ভাঙে তাদের ওপেনিং জুটি। ফেরার আগে ৫২ বলে ২ চারে ২৫ রান করেন তিনি। ২০ রানের ব্যবধানে ড্রেসিংরুমের পথ ধরেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি। তিনি করেন ৭৬ বলে ৩ চারে ৩০ রান।
ইনিংস বড় করতে পারেননি জ্যোতি, আউট হয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। ফেরার আগে ৪২ বলে ৫ চারে করেন ৩২ রান। জ্যোতি ফেরার দুই ওভার পর রান আউট হয়ে ড্রেসিংরুমের পথ ধরা সুপ্তা করেন ৭৭ বলে ৬ চারে ৫০ রান। ৪১তম ওভারে জ্যোতি ফেরার পর উইকেটে আসেন স্বর্ণা, ফেস করা দ্বিতীয় বলেই চার মারেন এই ব্যাটার। ৩৪ বলে পূর্ণ করেন প্রথম আন্তর্জাতিক ফিফটি। ওয়ানডেতে বল হিসেবে দ্রুততম ফিফটিতে এটা নতুন রেকর্ড বাংলাদেশের কোনো নারী ব্যাটারের। স্বর্না ও রিতুর ১৮ বলের জুটিতে এসেছে ৩৭ রান। আর ৪০ ওভারে ১৫৬ রান তোলা বাংলাদেশের স্কোরবোর্ডে শেষ ১০ ওভারে যোগ হয়েছে ৮২ রান। । ওয়ানডেতে কোনো বাংলাদেশি নারী ব্যাটারের দ্রুততম ফিফটি এটি। ওয়ানডেতে এক ম্যাচেই তিন ছকা হাঁকানো প্রথম বাংলাদেশি নারী ব্যাটারও স্বর্ণা। আর রিতুর ব্যাট থেকে আসে ৮ বলে ৩ চারে ১৯ রান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *