সমাজের আলো।। সাতক্ষীরা জেলখানা ঘিরে প্রতারক চক্র গড়ে উঠেছে। বন্দিদের নাম্বার জোগাড় করে পরিবারের সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ ধরনের কয়েকটি অভিযোগ রয়েছে। সাবধান প্রতারক থেকে।
কয়েকজন বন্দি জানান প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে কথা বলানো হয়। জেলখানায় আটক অনেক বন্দী কৌশলে নাম্বার নিয়ে নেয়।জামিনে মুক্তি পেয়ে বন্দিদের পরিবারের সদস্য নিকট মোবাইল ফোনে টাকা দাবি করে। বন্দিদের নানা সমস্যা কথা বলে দীর্ঘদিন ধরে এই চক্রটি চাঁদা আদায় করে আসছে। আপনারা সাবধান হবেন চক্র থেকে।
