সমাজের আলো।। নিহত শিশুরা হলেন একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোছকান আক্তার (১২), সাজিদ আলীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শামিমা (১০) এবং মজিদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছানিয়া (৯)।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় পুকুরে গোসলে করতে গেলে ফিরতে দেরি হওয়ায় দুপুর ১২টা ৩০ মিনিটে খোঁজ নিতে গিয়ে পানিতে তিন শিশুকে নিথর অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণিক স্থানীয় লোকের সহযোগিতায় তিন শিশুকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ মাহমুদ ৩টি শিশুকেই মৃত ঘোষণা করেন।
