সমাজের আলো।। বেলা পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আগুন লাগে কারখানার নিচতলায় ‘ওয়াশ সেকশনে’। পরে সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়ানিক গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তখন গুদামে একটি বিস্ফোরণ হয়। এতে গুদামের রাসায়নিকের ড্রামগুলো ছিটকে পড়ে। তখনই আগুন আরও বেড়ে যায় এবং পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানার কিছু কর্মী বের হতে পারলেও বেশির ভাগই ভেতরে আটকা পড়েন।
ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি ৭তলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইড ছিল। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে দুইজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। তারা হলেন-মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে। আর মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।
