যশোর অফিস
যশোরে হেরোইনের মামলায় হামিদপুরের ইকতিয়ার ওরফে ইকতারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এআদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি রুহুল কুদ্দুস কচি। সাজাপ্রাপ্ত আসামি ইকতেয়ার হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। আটকের সময় তিনি রূপদিয়ায় ভাড়া থাকতেন। এছাড়া তিনি হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আদালত সূত্র জানায়,২০১৮ সালের ৯ এপ্রিল কোতোয়ালি থানা পুলিশের কাছে সন্ধ্যার পর খবর আসে রূপদিয়া বাজারে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তার কাছে মাদক রয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আটটার পর রূপদিয়া বাজারের গাজী স্টোরের সামনে থেকে ইকতেয়ারকে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় ওই দিনই এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই এইচ. এম. মাহমুদ ইকতেয়ারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইকতেয়ারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর সময় র‌্যাব-৬ যশোরের সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে তাকে মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। বুধবার হেরোইনের মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *