যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।
গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকায় তাঁর ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাংক থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্ব শত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে, পরে অন্যরা লাশ গুম করে।
ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা (নম্বর-১৮) হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার ছুরি, রক্তমাখা পোশাক, ট্রাংক ও ভ্যান উদ্ধার করেছে।
যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও বিদেশী মদ উদ্ধার,৩ জনের কারাদণ্ড যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করা হয়েছে।পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার শংকরপুর ও কাশিমপুর এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে শংকরপুর চোপদারপাড়া এলাকা থেকে মনির হোসেন অন্তর (৩৪)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই এলাকায় অপর অভিযানে নজরুল ইসলাম (৫০) কে এক বোতল (৭৫০ মিলি) বিদেশী মদসহ আটক করা হয়। একই ম্যাজিস্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিনের কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে,কাশিমপুর কামারপাড়া এলাকা থেকে মিলন চৌধুরী (৫০)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে মোবাইল কোর্ট তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,এ ধরনের অভিযান চলমান থাকবে।
