তালায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত!

সমাজের আলো।। তালায় “ভিক্ষা নয় অধিকার চাই”, “শিক্ষকদের নায্য দাবি, মানতে হবে মেনে নাও”!”২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা দিতে হবে দিয়ে দাও”! এই শ্লোগান কে সামনে নিয়ে কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে, এস এম মোতাহিরুল হক শাহিন ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, সহ অধ্যাঃ নিলুফার বানু, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, জগদীশ হালদার, শিক্ষক আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, জাহাঙ্গীর হাসান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, অরুণ কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নুর-মোহাম্মদ পাড় প্রমুখ।
বক্তারা বলেন, মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতা নিয়ে বে-সরকারী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। যেখানে সরকারী অফিসের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনও শিক্ষকদের থেকে অনেক বেশি। অনতি বিলম্বে শিক্ষকদের নায্য দাবি, ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *