হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রতনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান এম. আলীম আল রাজী টোকনের সভাপতিত্বে ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক শফিক আহমেদ দবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মল্লিক, ইউপি সদস্য আবুল কালাম, মো. বাবু গাজী, সুমন আহমেদ, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, সুরেন্দ্র মণ্ডল, বাবু পরেশ চন্দ্র মিস্ত্রি, সইবুল্লাহ, নুরনাহার পারভিন, ললিতা রানী, হালিমা বেগম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাতালিয়া ভিওপি’র কর্মকর্তা কামরুল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব উদ্দিন,রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আফতাবুজ্জামান,সাবেক আমির মাওলানা আজিজুর রহমান, শেখ সোলাইমান, পিডিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রফিক, কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আফতাবুজ্জামান, গান্দুলিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. মহব্বত হুসাইন, শিক্ষক, সমাজকর্মী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
