ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত দুই শতাধিক
সমাজের আলো।। ঢাকার আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে ওই এলাকার থমথমে পরিবেশ বিরাজ করছে।
রবিবার (২৬ অক্টোবর) রাত ৯ টা থেকে শুরু হয়ে দিবাগত রাত সাড়ে ১২টায় আশুলিয়ার খাগান বাজার এলাকায় এই সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। রাতভর এই সংঘর্ষের ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় রাজু জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। প্রথম দফায় সংঘর্ষ থামাতে সরাসরি কাজ করতে পারলেও পরবর্তীতে দুই ইউনিভার্সিটির প্রশাসনিক অসহযোগিতা, দুই গ্রুপের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিটি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মোটরসাইকেল যোগে যাওয়ার পথে থুথু ফেলে। সেই থুথু খাগান বাজারের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগে। পরবর্তীতে মোটরসাইকেলে থাকা সিটি ইউনিভার্সিটির ওই দুই শিক্ষার্থীকে আটকে রেখে মারধর করে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরে ওই দুই শিক্ষার্থী ক্ষমা চেয়ে ফিরে এসে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জানালে তারা ২০/২৫ জন শিক্ষার্থী একত্র হয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দিকে অগ্রসর হয়। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যাওয়ার খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক থেকে দেড় হাজার আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সিটি ইউনিভার্সিটিতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায়। তাদের সম্মিলিত ভয়াবহ হামলায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আর কিছু আবাসিক শিক্ষার্থী হলগুলোতে আটকা পড়ে যায়। বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের বাঁধায মুখে ঢুকতে পারেনি পুলিশ।
সিটি ইউনিভার্সিটির এডমিন অফিসার রায়হান মানবজমিনকে জানান, তাদের বেশ কয়েকটি পরিবহনে অগ্নিসংযোগ, একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুর করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের হামলায় ৩ টি হলের নারী শিক্ষার্থীসহ প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে রয়েছে। ভাঙচুরের পর একাউন্স থেকে টাকা লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক ও এর আশপাশে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রায় দশ হাজার শিক্ষার্থী অবস্থান নেয়।
ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রক্টর আলেয়ার মানবজমিনকে জানান, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই থুতু ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ব্যাচেলর প্যারাডাইসের বাসায় হামলা ও ভাঙচুর চালায়।
তিনি আরো বলেন, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম পুলিশকে খবর দেয়। আমাদের কয়েকজন শিক্ষার্থী এখনো সিটি ইউনিভার্সিটির ভিতরে আটকা পড়ে আছে।
এ ব্যাপারে জানতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের
প্রক্টোরিয়াল বডির সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অগ্নি সংযোগের পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে আনে তারাহ্। বর্তমানে ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

