কালিগঞ্জ প্রতিনিধিঃ
কোল্ডস্টোরে আলু রেখে বিপাকে পড়েছে কালিগঞ্জের দুই আলু ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ঘটনাটি কালিগঞ্জ উপজেলায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও হোগলা গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান উভয়ে ৬’শ ৭০ বস্তা গোল আলু রাখে “ভাই ভাই কোল্ডস্টোরে”। যার আনুমানিক মূল্য ৪১ লক্ষ ৪১ হাজার ১’শ টাকা। অভিযোগ উঠেছে যে, কালিগঞ্জ উপজেলার দুদলী মিস্ত্রিপাড়ায় অবস্থিত “ভাই ভাই কোল্ডস্টোরের” মালিক কাজী শাহীন ও কাজী মুরাদ চুক্তি মাফিক আলু যথাযথ সংরক্ষণ এবং বিধি মোতাবেক আলু না রাখায় আলুর বস্তা ভিজে যাওয়ায় অঙ্কুর বাহির হয়েছে। যে কারণে ব্যবসায়ী মাহবুব ও জাহাঙ্গীরের ৩৮ লক্ষ ৪৪ হাজার টাকার ক্ষতিসাধন হতে পারে।
ক্ষতিপূরণ ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে ভোক্তভোগী ব্যবসায়ীরা কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছেন। এ এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, আলু নষ্ট হওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

