সমাজের আলো।।
সাতক্ষীরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ করেছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের বিতরণ করা হেলমেটের মান নিয়ে চালকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর অসন্তোষ। এ বিষয়ে আলাপকালে চালক ও স্থানীয়রা জানান কমদামের এ হেলমেট অত্যান্ত নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ- যা দুর্ঘটনার সময় সুরক্ষা তো দূরের কথা বরং এতে ক্ষতিটা বেশী হবে।

গত ২২ অক্টোবর সকাল ১০ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। প্রতিপাদ্য ছিল- মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। কিন্তু বিতরণ করা হেলমেট মানসম্মত ও নিরাপদ নয়।

সাতক্ষীরা শহরের মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম বলেন, বিতরণকৃত হেলমেটগুলো খুবই পাতলা ও দুর্বল। ভেতরের ফোমের মানও খারাপ, বাইরের চাকচিক্যময় অংশও নিরাপত্তা দিতে অক্ষম। এসব হেলমেট পড়ে দুর্ঘটনার সময় প্রাণ বাঁচানো সম্ভব নয়। এটি নিরাপত্তার জন্য নয়, বরং দেখানোর আয়োজন। আমরা চাই সত্যিকারের মানসম্মত হেলমেট বিতরণ করা হোক। সরকারি টাকায় কেনা হেলমেটের মান এতো নিম্মমানের হবে তা জানা ছিলনা।

সওজ’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, আমরা জনসচেতনতা সৃষ্টি ও জনগনের উপকারের জন্য চালকদের মাঝে ফ্রি-তে হেলমেট বিতরণ করেছি। সাতক্ষীরা ডিভিশনের জন্য হেলমেট ক্রয় বাবদ দেড় লাখ বরাদ্দ পেয়েছি। এ টাকা ছাড় করিয়ে শেষ পর্যন্ত এক লাখ ২০ হাজারের মত ছিল। তা দিয়ে আমরা ১০০ হেলমেট ক্রয় করেছি। যার মধ্যে ২২ অক্টোবর সড়ক দিবসে ডিসি অফিসে আলোচনা শেষে ১০ জন চালকের মাঝে বিতরণ করেছি। পরে শহরের খুলনা রোডের মোড়ে আরও ৩০ টি বিতরণ করেছি। বাকী গুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন- প্রতিটি হেলমেট ১২০০ শ থেকে ১৩০০ টাকায় কিনেছি। এখন কেউ যদি নেগেটিভ নিউজ করে তবে কিছুই বলার নেই। তবে এ সময় তিনি সিডিউল দেখাননি বা দেখতে চাওয়া হয়নি।

এদিকে, সওজের পক্ষ থেকে যে হেলমেট বিতরণ করা হয়েছে তা নিয়ে সাতক্ষীরা শহরের হেলমেট ব্যবসায় প্রতিষ্ঠান ‘আলম অটো’তে দাম জানতে চাইলে তারা জানান- আপনারা যে হেলমেট দেখালেন তার খুচরা প্রতিপিচ বিক্রি করি ৮০০-৮৫০ টাকা। পাইকারী দাম অনেক কম।

এ বিষয়ে অধিকতর জানার জানার জন্য পার্শ্ববর্তী কয়েকটি দোকানে দাম জানতে চাইলে তারাও প্রায় একই দাম বলেন। আর অনলাইনে বিতরণকৃত হেলমেট কোম্পানীর ওয়েবসাইটে ৬৫০-৭০০ টাকা হারে মূল্য দেয়া আছে। তবে অনলাইন প্রতিষ্ঠান দারাজ এ অর্ডার করলে একজন ভোক্তার বাড়ী পর্যন্ত পৌঁছাতে প্রতিপিচ হেলমেটে খরচ পড়বে ৮২০ টাকা।

সাতক্ষীরা শহরের সচেতন নাগরিক তরিকুল ইসলাম বলেন, সরকার উদ্যোগ ঠিকমত নেয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্তাদের কারনে সরকারের বদনাম হয়। আসলে সাতক্ষীরার সড়ক বিভাগ নিন্মমানের এ হেলমেট বিতরণ করতো না। প্রকৃতপক্ষে তারা নিরাপদ সড়ক মুখে চাইলেও বাস্তব ও কার্যকরী পদক্ষেপ নেয়না। যাদেরকে এ হেলমেট দেয়া হয়েছে তারা আদৌ এটি ব্যবহার করবে বলে মনে হয়না।

সাতক্ষীরার সচেতন মহলের মতে, সরকারি অর্থে ক্রয়কৃত সামগ্রীর মান রক্ষা না করে নিরাপত্তার নামে নিন্মমানের হেলমেট বিতরণ প্রদর্শনী হয়েছে। তবে প্রকৃত স্বার্থ হাসিল করা দরকার ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *