সমাজের আলো।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের বাবুরাবাদ বাজারের গাজী স্টোরে (মুদির দোকান) এক দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।গত রাতে ঘটনা ঘটে।
দোকানের মালিক মোঃ আবুল হোসেন জানান গত রাতে তার দোকানের তালা ভেঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সহ নগদ টাকা,মুদি মালামাল মধ্যে ২৫ কেজি চালের বস্তা ৬০ টা,আাটা ১ বস্তা,চিনি ৩ বস্তা,২বস্তা ডাল,২০ কাটুন সিগারেট, প্রায় ১২০ লিটারের মত ডিজেল, ওয়েট মেশিন (১০০ কেজি), সোলারের ব্যাটারী,সহ বিভিন্ন মুদি পণ্য সামগ্রী এবং প্রায় নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে

