তালায় বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত। প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব

সমাজের আলো।।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২নভেম্বর) বিকাল ৪ টায় নোয়াকাটি মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ ( তালা কলারোয়া) বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, কুমিরা ইউনিয়নের বিএনপি’র সভাপতি এস এম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম, সঞ্চালনায় ছিলেন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক সামরুল ইসলাম মিলন। সার্চ কমিটির অন্যতম নেতা মফিদুল ইসলাম মফি ও মওদুত ইসলাম মধু।ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সেখ বাবলুর রহমান (বাবলু) ও কাজী মোহাম্মদ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম মন্টু।ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম প্রমূখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তালা কলারোয়ার প্রত্যেকটা ফ্যামিলির ফ্যামিলি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবো,যে ফ্যামিলি কার্ডের সদস্য হবেন পরিবারের মহিলারা। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তালা কলারোয়ার প্রত্যেকটি রাস্তাঘাটের উন্নয়ন করবএই বলে তার বক্তব্য শেষ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *