সমাজের আলো।।
সাতক্ষীরায় ঔষুধেরন অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
০১ ডিসেম্বর সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড এলাকায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরার ড্রাগ সুপার মোঃ বাশারাফ হোসেনসহ পুলিশের সদস্য বৃন্দ।
অভিযানে নাহিন মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ঔষধ ও কসমেটিক আইন লংঘন করায় উক্ত জরিমানা করা হয়। অভিযানে নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, আনরেজিস্টার্ড, অননুমোদিত ঔষধ মজুদ ও বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়। অভিযানকালে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *