সমাজের আলো।। সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন কুমার (৪৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।
সাতক্ষীরা সদর থানার এসআই ফারুক আলী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
হোটেল মালিক আবু বক্কর সিদ্দিকী জানান, শুক্রবার রাত ১২টার পর হোটেল কক্ষ ভাড়া নেন তিনি। আজ রাত ৮টার দিকে ভাড়া তোলার জন্য ডাকাডাকি করতে গেলে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়

