সমাজের আলো।। সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বেলা একটার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের কলারোয়া উপজেলা ঝিকরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফ হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গরু বোঝাই আলম সাধু নিয়ে কলোরার দিকে যাচ্ছিল। কলারোয়া উপজেলার পৌঁছালে সাতক্ষীরা গামী একটি যাত্রাবাড়ী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে আসছে মারাত্মক আহত হয়। স্থানীয় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কলেজ হাসপাতালে ভর্তি করে।
কলারোয়া থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন।

