সাতক্ষীরা-২আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আলহাজ্ব মো. আব্দুর রউফ

সমাজের আলো।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের প্রার্থী মো. আব্দুর রউফ। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মো. আব্দুর রউফ বলেন, “আমার নির্বাচনী এলাকার (সাতক্ষীরা সদর-দেবহাটা) মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার নির্বাচনী এলাকার মানুষ উন্নয়ন ও শান্তি। ভোটারদের সকল চাওয়া পাওয়া ও অঙ্গিকার পূরণে আমি জনগণের নেতা হিসাবে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো। নির্বাচন সামনে রেখে সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। উন্নয়নের প্রশ্নে ধানের শীষ হোক সবার বলে মন্তব্য করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *