সমাজের আলো।।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী,ব্রহ্মরাজপুর, তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজেট অগ্রগতি সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজেট অগ্রগতি সভার সভাপতি সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।
বাজেট অগ্রগতি সভার লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ে বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান (তহিদ)।
বক্তব্য প্রদান করেন বেতনা যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারী সাকিব হাসান, কর্ণফূলী যুব সংঘ সদস্য শাহনাজ পারভীন ও সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য সিহাব সিদ্দিকী, ঐক্য যুব সংঘের জুবায়ের আহমেদ ও স্বপ্নসিড়ি যুব সংঘের রাকিব হোসেন।
২০২৫-২৬ অর্থ-বছরে যুবদের চাহিদা অনুযায়ী বরাদ্দকৃত বাজেটের অগ্রগতি পৃথকভাবে উপস্থাপন করেন ফিংড়ি ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাজ আলী, ধানদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডা. আব্দুল গফুর, লক্ষিকান্ত সরকার, ফিংড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আবু ছালেক, মো. জাহিদুজ্জামান, ইউপি সদস্যা রত্না রাণী সরকার, ইউপি সদস্যা মোছা. ময়না খাতুন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছা. ফরিদা বেগম, ইউপি সদস্যা নগরঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছা. মর্জিনা বেগম।
স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূলের প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ শুরু থেকে নিরবিচ্ছিন্নভাবে তৃণমূল জনগনের উন্নয়নে কাজ করে আসছে এবং জনগনের আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সকল কাজে জনগণের অংশগ্রহন ও অংশীদায়িত্ব নিশ্চিত করতে পারলেই জনগণের প্রকৃত ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং স্থানীয় সরকার তার লক্ষ্য অর্জন করতে পারবে। জনগণের অংশগ্রহণ ও অংশদারিত্ব নিশ্চিত করার জন্য প্রকাশ্য বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড ভিত্তিক প্রি-বাজেটের মাধ্যমে জনগনের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা যাচাই ও পরিকল্পনা তৈরী করে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ রেখেছিল। প্রকাশ্যে বাজেট সভার উদ্দেশ্য ছিল, বাজেট অগ্রগতি সভার মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
২০২৫-২০২৬ অর্থ বছরের যুবদের চাহিদা অনুযায়ী নিম্মোক্ত খাতে ইউপি বাজেটে বরাদ্দ রেখেছিল।
দুর্যোগ কবলিত যুব ও নারীদের মাঝে হাইজিন কিডস (ন্যাপকিন প্যাড, হ্যান্ড ওয়াশ, টিস্যু) বিতরণ। জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সময়োপযোগি কৃষকদের প্রশিক্ষণ ও সহায়ক উপকরন বিতরণ। স্থানীয় জলাবদ্ধতা নিরোসনে বাজেট বরাদ্দ ও স্থায়ী কমিটিতে যুবদের অন্তর্ভুক্ত করা। স্থানীয় জলাবদ্ধতা, বন্যা ও জলোচছাস প্রতিরোধে বাঁধ নির্মান ও সংস্কারে বাজেট বরাদ্দ রাখা। যুবদের পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং)। দূর্যোগকালীণ জরুরী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে থোপ বরাদ্দ নিশ্চিত করা ও বৃক্ষ বিতরণ করা। মোবাইল ফোনের অপব্যবহার এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ/ বিভিন্ন উপকরণ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা। গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা। গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা। বাজে্েট নতুন আশ্রয়কেন্দ্র নির্মান (প্রয়োজনে) ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ূ পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ। বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য উদ্যোগ গ্রহন। পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং) এর বাজেট বরাদ্দ রাখা।
বাজেটে বরাদ্দকৃত চাহিদাগুলো হতে কিছু কিছু কাজ বাস্তবায়ন করেছে এবং বাকি গুলো আগামীতে পর্যায়ক্রমে সম্পন্ন করবে বলে আশ্বাস প্রদান করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য ও যুব সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা।

