সমাজের আলো।। সাতক্ষীরা ডিবি পুলিশের একটি দল অভিযানে ৪৯৭ বোতল কোরেক্স মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ ভোরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকা থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের সবুর শেখের ছেলে আবুল হোসেন ও তার ভাই জাহিদ হোসেন।
ডিবি পুলিশ জানিয়েছে তারা গোপনে জানতে পারে সামনে গরু উপজেলা ভেটখালী এলাকায় একটি মাদকের চালান নিয়ে অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর
মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ভেটখালি এলাকায় অভিযান চালায়। এসময় আসামী মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত হইতে ২৯৭ (দুইশত সাতানব্বই) বোতল উইন কোরেক্স এবং আসামী মোঃ জাহিদ হোসেন এর হেফাজত হইতে ২০০ বোতল উইন কোরেক্স, সর্বমোট ৪৯৭ (চারশত সাতানব্বই) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *