সমাজের আলো।। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের প্রাণহানী হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে তিনি সন্ত্রাসীদের দায়ী করেছেন ঐ ইরানি কর্মকর্তা। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেননি তিনি।
এর আগে, একটি মানবাধিকার সংস্থা কয়েক শতাধিক নিহতের তথ্য প্রকাশ করে জানিয়েছিল যে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গত এক সপ্তাহে রাতের বেলা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ভিডিও রয়টার্স যাচাই করেছে। ভিডিওতে বন্দুকধারীদের সহিংসতা এবং গাড়ি ও ভবনে আগুন লাগার দৃশ্য দেখা গেছে

