সমাজের আলো।। সাতক্ষীরা- ৩ (কালীগঞ্জ- আশাশুনি) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপির কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে আচরণ বিধি লংঘন করে দলীয় নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ এবং প্রার্থীর ছবি সম্বলিত তোরন নির্মাণ করে প্রচার প্রচারণার নির্বাচনী কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমুহনী নামক স্থানে বিএনপি’র নির্বাচনী ক্যাম্প কার্যালয়ের প্রচারণা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থী, নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সহ জেলার উপজেলাতে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা যখন জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নির্বাচন আচরণ বিধি নিয়ে সভা সমাবেশ করে চলেছে ঠিক তখন এই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য দলের প্রার্থী সমর্থকরা। নির্বাচন কমিশনের নির্দেশনায় আচরণবিধি সব দলের জন্য সমান এবং লেবেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য জোর দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, দল ও সমর্থকরা। তবে এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি জানা নাই বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন সাংবাদিকদের। এর আগেও গত ১৪ জানুয়ারি আচরণবিধি লংঘনের অভিযোগ এনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।

